>

শর্মিষ্ঠা ঘোষ

SongSoptok | 6/10/2014 |




প্রবচন
যে ট্রেনটা আপনি মিস করবেন তাতেই থাকবে আপনার কোনো ছোটবেলায় মেলায় হারানো জমজ
যে প্রেমটা বাইপাস করবে আপনাকে সেটাই আপনার ' ভারত প্রেম কথা '

দুঃখী শহর ছেড়ে গ্যালে বৃষ্টি নামে
নতুন শহরে নতুন বৃষ্টিরা জানে আগন্তুকরাও বন্ধু হয় সময় সময়

অনুসঙ্গ বাতিক টানে বারবার ফিরে দ্যাখা পায়ের ছাপ
রোদে জলে বদলের ডাক আন্তরিক , সে কি করে ফেরায় , বল

সহজভাবে যতবারই বলতে গেছি , ততবারই দুশ্চরিত্র আহাম্মক
সহজভাবে মেনে নিয়েছি অতএব সবকথা বলার অপেক্ষা রাখে না অন্তত আত্মার দোসরকে

নদীর পারে চিরকালের বসবাস কাঠপাতার অস্থায়িত্ব চিনেছে ভাসান
একই আছি একই চাওয়ায় একই ঠিক ভুল একই করপুটে

তোমার সেসব ভালোলাগায় কোনো সত্য কষ্টকথা স্পষ্ট বাধা হবে না নিশ্চিত
এইসব হাসির ভাঁজ ভঙ্গুর হলেও যথেষ্ট আড়ালই জানে নৈকট্যের সেসব জোরদার মানে

তুমি যাকে জটিল বলে জেনেছ তোমার সে জানা এক্কেবারে ঠিক
তুমি যাকে জটিল বলে ভেবেছ সে তোমায় আসলেই দেখাবেনা খুলে
Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.