>

রত্নদীপা

SongSoptok | 12/15/2015 |




সমুদ্র ২৭

প্রতিটি স্বপ্নের বিলবোর্ড থাকে
যেমন প্রতিটি সমুদ্রের
ঢেউ-গ্রাফিতি

সমুদ্র ২৮

সমুদ্র
সেই আকাশলীনা
যাকে ১৭৭ নম্বর চুমু খাবার পর


মুছে গিয়েছিল
অন্য একটি ঢেউয়ের রাতে
অন্য আরেকটি ধেউয়ের সাথে


সমুদ্র ২৯

মাঝে মাঝে সমুদ্র
একটি সমুদ্রের ভেতর
আরেকটি ডাকনামের সমুদ্র

সমুদ্রের মা বাবা
দাদু ঠাকুমার একান্নবর্তী
সারেগামা

ঢেউয়ের তুলাগুলি উড়ে গেলে
সমুদ্র কোলের কাপাস
নিশুতির রক্তে
তার হামাটি শোনা যায়

সমুদ্র ৩০

কে জানে
কবে একটা সমুদ্র
ঢুকে পড়বে
আমাদের শরীরে

নদী ডাকতে ভুলে যাবো
নদী আমাদের ভেজাতে ভুলে যাবে
সাঁতার বলবে , ওগো তোমরা
শুকতারাটি সরিয়ে রাখো
নইলে আমোদের প্রহ্লাদে
ঝরে যাবে

ভোরের আকাশে
রাজামশাই হয়ে যাবো
যেদিন আমাদের চুমুতে
সমুদ্র গর্জে উঠবে

যৌনঈর্ষা ভুলে যাবো সেদিন
ছটফট করবো না এতোটুকু
একে অন্যের ভেতরে সাজাবো
চিরুনির তল্লাশ
ঘুমঘুম মরীচিকার ডুগডুগিতে
যেদিন ঢুকিয়ে দেবো তব্লার
সোনালি কুঠার


সমুদ্র ৩১

আজ সমুদ্রের জন্মদিন

পাথর কাটা হোক আর না হোক
ঢেউ ছোট হোক ঋজু হোক অথবা
ভরা কোটালের মধুরম হোক

কাউকে বলিনি আজ কেকসন্ধ্যা
বলিনি আজ হ্যাপিওয়ালা চাঁদ

কেউ জানে না আজ কার কেল্লাঘড়ি
কেউ শোনেনি আজ শ্রেষ্ঠ মোমরাত

কাউকে বলিনি

আজ সমুদ্রের জন্মদিন

রত্নদীপা দে ঘোষ


Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.