>

দ্বীপ সরকার

SongSoptok | 5/09/2014 |
সামান্য ছবি

  


তুমি নিজেকে ছিঁড়ে বৃন্তচ্যুত হয়েছো
দুরবর্তী হয়ে গেছো স্বাবলম্বী ভেবে
আজ শুধু এক টুকরো ছেঁড়াছুতো ছবি দেখে দিন কাটে রাত কাটে,
মায়ালতা ছবি দেখে ছন্দচ্যুত হয় আচমন সময়,ধ্যানমগ্ন সময়,স্পন্দন ছিঁড়ে যায় শুধু ছিঁড়ে যায়,

এক টুকরো রংচটা ছবি দেখে
ঘুম ভেঙ্গে ওঠে এক জোড়া চোখ
অথবা এক জোড়া বিষন্নতা।


সেই কবে শবরি গাছের নিচে রংচটা সেই ছবি দিয়ে বলেছিলে " ভুলো না মোরে"
আজ শুধু বেঁচে আছি ভুলে থাকার আকাঙ্খায়।
সামান্য ছবিজুড়ে দ্রাঘিমা চোখ তোমার এখনো চেরাগ শলতের মত জ্বলে থাকে মিট মিট করে, কেশমালা বেহায়ামার্কার,
সামান্য ছেঁড়াছুতো ছবির তল্লাটে আমার বেঁচে থাকা,আমার ঘুমে থাকা, আমার লন্ড ভন্ড হয়ে থাকা।
Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.