>

রত্নদীপা দে ঘোষ

SongSoptok | 5/09/2014 |


বলিতে ব্যাকুল 





কতোটা আগুনযাপনে তোমাকে প্রিয় বলা যায় ... মূর্ত থেকে বিমূর্তের বিজনপংতি ... নক্ষত্র বলতে যেমন আকাশের মেথিতারা , তুমি বলতেও পরাগের চিকজনিত দেদার ..
রাইনক্সা পায়ে পায়ে অলঙ্কার খুঁড়ে বিরহ বেলায় ঝুঁকে এসো সানাইঘর... দেরীতে ওঠা কিংখাব কিংবা আঙ্গুল জড়িয়ে নৌগ্রস্ত অস্ফুট  ...
তুমি কি নীলকণ্ঠ ? পাখিভাঙা ফোটন ঢল বিভোর রাখো পালকে ...
তোমাকে দেখিনি বহুদিন
বৃষ্টি নেই , তুমি হয়তো কোলাহল জড়ানো ঘুম  
আর আমিও ঘোর ভেঙে উঠেছি সবেমাত্র ... 


কলকাতা - 

Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.