>

কচি রেজা

SongSoptok | 5/09/2014 |
অবিশ্বাস এবড়ালের নূপুর--৪৩ 



সাপের কী বা দোষ,দেবতাদের বিবাদ নিয়েও দুঃশ্চিন্তা করি না  
আমার ঘর সর্বনাশে কেটেছে, পালিয়ে গেছে জল ছেঁকে আনা    
রঙিন মাছ,আসলে রঙ তো কপালে থাকে না, রঙ থাকে প্রতিবিম্বের
সিঁথিতে, বেহুলার চোখের ঘুমকেই দায়ী করেছতোমরা?  তাইতো    
কালরাত্রে কেরোসিনের প্রদীপগুলো জ্বলে থাকে,আমিও জেগে থাকি    
অবিশ্বাসের ভয়ে, সাপ অদূরদর্শী সবাই জানে,আমরা জানি না বলে  
সর্বনাশ কিন্তু আটকায় না, আমাদের সব অন্যায় দেবতাদের চোখে    
ক্ষমার অযোগ্য অপরাধ, সাপের কী দোষ! সিঁদুরের জন্য এবার    
কৃষ্ণচূড়া লাগাব,এবার আর ফুঁ দিয়ে নিভিয়ে দেব না  কেরোসিনের    
বাতি,বহুদূর থেকে কত গাঙুড় পেরিয়ে এসেছি নতুন চরে,কপালে    
কালশিটে দাগ, নগ্নপায়ে অশ্রূ ও রক্তের  নপুর, আমি এবার হাসনের  
 গানের উপর, সুরের উপর, শূণ্যের উপর ঘর বানাব।




Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.