>

ঐশী দত্ত

SongSoptok | 10/15/2015 |




জীবনবোধের স্পন্দন

শুরু হল দায় দায়িত্ব
সমস্ত আগামীকাল শিকড় আর গাছ,
বিবাহিত বর্তমান স্বভাব চরিত্রে
দুপুর দুপুর সকাল
ব্লাউজ ফুড়ে যে ভবিষ্যত আসে
তা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী;

জলের ওপর ভাসা সবুজে
সদ্যজাত সংসার, গতকাল
ছোট ছোট দুঃখের ঝোপঝাড়
পেরিয়ে
শিখছে পৃথিবী প্রস্তুতের প্রশিক্ষণ।


এইভাবে প্রিয় মানুষ যদি বেঁচে যায়
এই আশায়,

তুমি
লুকিয়ে নিয়ে এসেছ যে আলো,
তার সাথে সখ্যতা আঁধারের;
এই বিপদ তাড়ানোর দায় এখন তোমার।
শুধু ভুলে যেওনা!

নারকেল গাছগুলোর ওপর পিছলে যাচ্ছে হিংসে
তার সাথে জড়িত নয় মানুষ
তোমার শুরুর পর
 যেভাবে বেঁচে আছি
 যেভাবে একটি অন্যরকম চাই
 যেভাবে লিখি থেমে চলে 'জীবন'
 আরোগ্যের ভাষা ভুলে
 তৃষ্ণাতুর তথৈব চ মন।



ভাদ্রের জানলায়

পায়ের নিচে তপ্ত বালু
সমুদ্রে সাঁতার
স্নান জড়ানো মৃদু আলো
 আগামী বর্ষার।



দিন কাটানো সুখী মুখের
দুঃখ যতদূর
অভাব গিলে জাগে পেটের
 খিদে খিদে সুর।

ক্ষমতা দিয়ে যাদের উড়া
গলা ছেড়ে ডাক
শেষ অবধি উপচে পড়া
বাকিটুকু থাক!

হাঁটার কৌশল জানে মেয়ে
চিনে রাখে পথ
জব্দ করে কলম দিয়ে
ভাঙে যত মত।

জীবন নিয়ে এই যে যারা
অযথায় কাঁদে
 ভোরের বুকে হারায় তারা
 সূর্য ছাড়া ছাদে।


প্রেম এসেছে প্রেম এসেছে
ভাদ্র তুমি কই?
একশ' বছর থেক পাশে
 জানবে লোকে ঐ।


তুই ছন্দ আমি শ্বাস

মন হয়েছে ব্যথিত
শিরায় শিহরণ
বিভোর স্বপ্ন
তুই আছিস?

সব খোলা দরজায়
সুর ও সঙ্গীত
মুক্তি নেই তোর
যা ভাবছিস।

জানবাজি সেইসব
ভাগাভাগি জানলা
অতঃপর পৃথিবী
চোরাজ্বর

উন্মোচিত রহস্যে
ভাঙুক বিষদাঁত
তোর কান্না হোক
আমার ঘর।


[ঐশী দত্ত]


Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.