>

বিপ্লব গঙ্গোপাধ্যায়

SongSoptok | 1/15/2016 |





রোদের মনখারাপ
আমি তাকে  জানুয়ারি  বলি

ভাঙা  আড্ডা  , পাখিগুলি ঘর আঁকে গাছে
রাত্রি   রিচার্জ  করে আলো ফোটে , আবার সকাল হয়
চোখ মেলে দেখছে জানালা
হাওয়ায়  ভাসছে  ঘুম  এই শীতে,   দূরের  সকাল  থেকে
হাত নাড়ে কেউ
আবার এসেছ আজ ?  এত দেরি  ?
টেবিলে গল্পপাতা উড়ে যায় , ইন্ডিউসড ফ্যানের ঘর্ঘর , হ্যামিং সাউন্ড ...  কারখানা ছুটি হয় ,
মেঘের ভেতর থেকে নেমে আসে  নির্জনের ছিঁড়ে যাওয়া ছাতা
আর কিছু  রঙচঙে  কথালিপি , গানের রেওয়াজ
একঝাক নিউ  ইয়ার , কবিতা অনার্স , ছেঁড়া পাঞ্জাবীর  খাঁজে দু একটা জার্নাল  ......
ছায়া প্রজাপতি  ওড়ে  আজ আয়নায় নিজস্ব দেওয়ালে

শুধু এই জানুয়ারি
গাছে গাছে   রক্তকরবী , ফিরে আসে  গল্পবিতান ।

[বিপ্লব গঙ্গোপাধ্যায়]
Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.