নিরাপত্তাহীনতা
ছিলাম
তো বেশ আমরা
চিরাচরিত
লক্ষণরেখা মেনে
চার্বাক
চর্বণে,
চর্যাপদে,
খনার বচনে-
পরস্পরের
প্রতি বিশ্বস্ততা নিয়ে
অখন্ড
জীবনযাপনে,
বাউলের
একতারায়,
নবান্নের উৎসবে, মাটির
সোঁদা গন্ধে
সেই
চির পুরাতন চালচিত্রে, শান্তি
আর সহাবস্থানে।
এখন
স্কাই স্ক্যাপারস্, ফ্লাইওভারস্, শপিং
মলস্ এ
সমাজ-সংস্কৃতি আর ব্যাক্তিমানসে
গালভরা
কিছু গমগমে উচ্চারণের
দীর্ঘস্থায়ী
প্রভাব-
গ্লোবেলাইজেশন, মাল্টিকালচারিজম, টেররিজম...
সভ্যতার
দুরন্ত উন্থানের উপাখ্যান
শুধু
মানুষের নিজস্ব স্বকীয়তা ও নিরাপত্তা চারিদিকে ছত্রখান।
-------------
[সুমিত্রা পাল]