>

মৈত্রেয়ি চৌধুরী

SongSoptok | 9/10/2014 |







ফটোগ্রাফী


প্রায়ই মোবাইলের  ক্যমেরা অন করে 
নিজের মুখের অবয়বের নানান ছবি  তুলি, 
কোন ছবিই ঠিকমতো        
পছন্দ হয়না,
কোনটাতে মনেহয় চোখটা ঢোকা, 
কোনটাতে মনেহয় মুখটা বাঁকা,
পছন্দ আর হয়না,  অথচ পূরনো সাদা কালো ছবিগুলোতে
কি অনাবিল  সারল্য লুকিয়ে থাকে।
ছবিগুলো যেন কথা বলে।
   
কেন যে  নতূন আর পূরনোয় বনিবনা  
হয়না জানিনা।
বুঝেছি, রঙীনের সাথে সাদাকালো  মিলেমিশে একাকার 
হয়ে যায় সময়ের ক্যানভাসে,
ছেলে বা মেয়ে ফটোগ্রাফার ছবি তুলে যায়
একটার পর একটা ।।
Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.