>

শর্মিষ্ঠা ঘোষ

SongSoptok | 2/10/2015 |





ঠিক ভুল কিছু নই

বাবিন , দ্যাখ বড্ড ভুল হয়ে গ্যাছে আমাদের
একটাও চুমু না খেয়ে কাটিয়ে ফেলেছি দুর্নামের তিরিশ তিরিশ বসন্ত
কেউ কোনোদিন বিশ্বাসই করলো না এসব শুদ্ধতার বাই
এতদিন টালবাহানা করে করে দ্যাখ আমাদের হাতে শুধুই রুমাল
সবাই যাকে বেড়াল ভেবে হেঁসেলের হুড়কোই খুলল না রে , বাবিন

বাবিন , আমরা কি একটাও ঠিক করি নি তবে ?
সকাল সন্ধ্যে গালাগালি করি না আমরা আর পাঁচ পুরনো দাম্পত্যে
পরস্পরের গোপন হাতড়াই না অভ্যাসে নাক ডাকি না আদরের মাঝপথে
মুদিখানার ফর্দ হারাই না তেলে ঝালে অম্বলে
এখনোতো দ্যাখা হলে গোলাপ ফোটে তৃষ্ণার আমাদের বিদ্যুতে

বাবিন, বাবিন , আমরা আসলেই কেউ কারোর ঠিক ভুল কিছু নই
আমরা আদতেই পরস্পরের জন্য বলিপ্রদত্ত রে , বাবিন ...




বস্তি

আমাদের রেললাইন গুলো ঘরে ফিরছেনা আর
সেসব পেরিয়ে অল্প চেনারা গন্তব্যে ফিরে গ্যাছে অবশেষে

দুধশুভ্র উপমার সাথে কে যে কবে বুক আর বক জুড়ে রেখেছে
আজকের যুবক তল না পেয়েও চালিয়ে নিচ্ছে দিব্যি
মেসোলিন আর উদ্ধত চূড়া জেনারেশান গ্যাপ পেরিয়ে ধরে নিচ্ছে যৌবন

জলকল কিম্বা র‍্যাশান এর লাইনে মিসিং মুখ ঠাকুর হয়ে যায় ভঙ্গুর দেয়ালে
নিতান্ত অভাগাদের হারিয়ে গ্যাছে পাসপোর্ট সাইজ ফটো কিম্বা ভোটার কার্ড দুই ই




খেলা


খেলাছলে কতদূর খুলেছি গোপন

তারপর মন বিষ ফের গোঠে ফেরার আকুতি

যাদের ছুঁয়েছে এই ঠোঁট যাদের চেয়েছে মনে মনে

সবকিছু গুনে রাখি পাপবিদ্ধ অপার জীবনে

হলে হবো মন্ত্রশুদ্ধ তোমাকে চাওয়ায়

আর কোন ফেরা নেই ভুলের নিশানে



সেই কবে দ্যাখা মাত্র বিগ্রহ বানিয়েছি

এসো আজ , মানুষের আদরেতে ছুঁই

সরিয়ে দি বেলপাতা সিঁদুরের দাগ

থাক শুধু চন্দন ফুলের সুবাস

পারছনা মেনে নিতে আমার অনেক

ভুলটুকু যাক ডুবে তোমার অসীমে



সরে থাকো ভুলে থাকো ভালো থাকো তুমি

আমিওতো কুঁড়ে কুঁড়ে স্বস্তি খেয়েছি

খুঁড়ে খুঁড়ে ভ্রু মধ্য এনেছি আগুন

অগ্রু ধূপ ছাই মাখা ফিনিক্স শরীরে

[শর্মিষ্ঠা ঘোষ]







Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.