>

জয়া চৌধুরী

SongSoptok | 6/15/2015 |




এদুয়ার্দো গালেয়ানো
বিপদ
শ্রীমতি ‘ভা’-এর পা দুটো নগ্ন।
শ্রীমতি ‘লো’ একজন ঢেঁকিকল বা দোলনা। তিনি স্বর্গ ও নরকের মধ্যে ক্রমাগত চলাচল করেন।
শ্রীমতি ‘বা’ এক বদ্ধ বৃত্ত। তিনি তোমার গলা চেপে দম আটকে রাখেন।
শ্রীমতি ‘সা’ অসভ্যের মতন গর্ভবতী।
--- ভালো বাসার সবকটা অক্ষরই বিপজ্জনক বলে পরীক্ষা করে দেখেছে রোমি দিয়াজ পেরেরা।
অক্ষরগুলো যখন মুখ দিয়ে বের হয় মেয়েটা তখন শূন্যে তার ছবি আঁকা দেখে।

গরীবি
সংখ্যাতত্ত্ব বলে দুনিয়ায় অনেক গরীব আছে।
কিন্তু বাস্তবে তার সংখ্যা আরও অনেক বেশি।
অল্পবয়সী গবেষক কাতালিনা আলভারেস ইনসুয়া এটি গোণার জন্য বেশ কার্যকরী একটি ফরমূলা বের করেছিল। সে বলেছিল- “গরীব হল তারা যারা দোর বন্ধ করে রাখে।”
যখন এই কথাটা সে বলেছিল তার বয়স তখন তিন বছর ছিল। দুনিয়াটাকে উঁকি দিয়ে দেখবার ও তাকে পর্যবেক্ষণ করার সবচেয়ে সঠিক বয়স সেটা।

শরীরের ওপরের জানালা
গির্জা বলে- শরীর হল পাপ।
বিজ্ঞান বলে- শরীর হল যন্ত্র।
বিজ্ঞাপন বলে- শরীর হল বাণিজ্য।
শরীর বলে- আমি এক উৎসব।

আয়না
রোদে পড়ে আছে সূর্য। আর রাত যে ছায়াটা ফেলে রেখে গিয়েছিল তার বাকী ছায়াটা বয়ে নিয়ে যাচ্ছে সে। প্রতিটি দরজায়, নোংরা, ঘোড়ার গাড়ি জড় হয়েছে, বাতাসে কফ কাশির ঢিবির মাকড়সা ঝুলছে।
মেলোড্রামার রাস্তা দিয়ে হাঁটছে পেরেক। গ্রামে ওঁকে পাগল বলেই ধরে। হাতে একটা আয়না ধরা আর তাতে বুক ঢিপ ঢিপ করা ভয় নিয়ে তাকিয়ে আছে সে। আয়না থেকে চোখ সরাচ্ছে না।
-      কি করছিস পেরেক?
শত্রুদের নিয়ন্ত্রণ করতে করতে সে বলল- এখানেই আছি।


[অনুবাদ- জয়া চৌধুরী]


Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.