মেঘলা দুপুর
জলরঙে কি আঁকব ?
শৃঙ্খলা বন্দী বাঁচা , চিন্তা রুগ্ন মরুভূমি , মৌল ধূসরতা ?
অফুরন্ত প্রতিশ্রুতি
শব্দের বারান্দা পেরিয়ে
বিমূর্ত
মিলিয়ে যাচ্ছে ভগ্নাংশে লালা ও লবনে
নিখুঁত বরফভাষা রপ্ত করি
শীতলতা তুমি বুঝি আমার আত্মীয়
উদ্যম সুপ্ত
কোলাজ
একটি সূর্যাস্ত আজ ঝুলে
আছে, মেঘলা দুপুর ।
নিষিদ্ধ শব্দগুচ্ছ
এই প্রান্ত বাঙলার মাঠে ঘাটে
সহজাত মুগ্ধতা বশত তুমি তো মাটির গন্ধে
ভরে নাও শ্বাস থলি
আর ক্রমশ প্রান্তিক শব্দে টেবিল সাজাও
কবিতার গেরস্থালি ঘর
এসব নিষিদ্ধ শব্দ
ভদ্রলোকের ড্রয়িংরুমে ছোটজাত এবং
অস্পৃশ্য
দূরে কি শব্দ হল কোন ?
প্রতিধ্বনি গিলে নেয় অনিবার্য লুব্ধকুঠার
হে শব্দ, তুমি ব্রহ্ম , তোমার তো জাত বিচার নেই ।
জলদীঘির আয়না
এ দহন চিহ্নটির নীচে
জ্বালা ছিল
গয়নার সঞ্চয়ে কিছু মুদ্রাদোষ প্রকৃত মায়াবী
নার্সিসাস
তুমি কি নিজেকে দেখছ ?
জ্বালা
না কি যৌনবিলাস ?
[বিপ্লব গঙ্গোপাধ্যায়]