ছোটবেলার চুউউ কিতকিত
কিংবা লুকোচুরি
আজ হঠাৎ পড়ছে মনে
বুড়ি বসন্তের বুড়ি।
রাধাচূড়া ফুল বিছানো
হলুদ মাখা পথ
সেখানেই যে চলত ছুটে
স্বপ্ন দেখার রথ।
গল্প হাসির কল্পনাতে
ভবিষ্যতের জল্পনাতে
থাকতো ভরে ছোটবেলার
ছোট্ট রঙিন রথ।
আজ আমারে শুধাও যদি
কি ছিল মোর মনে
বলব হেসে যা পেয়েছি
তাই ছিল সেইখানে।