>

মোহাম্মদ আন্ওয়ারুল কবীর.

SongSoptok | 7/10/2014 |
ন হন্যত ও অন্যান্য কবিতা






আবডালেই থাক

ধুম্রজালেই চলুক সুখটান ...
নেকাবে ঢাকা স্বপ্ন
ঘুঙুর উতালা অধরা নৃত্য
শব্দের কুহেলিকায় কবিতা কুহক
অনুভবে অনুরণন অলীক স্পর্শ -
আবডালেই থাক না কিছু গুঢ়

অন্বেষণে, অন্বেষণেই চেখে যাও
সারাটা জীবন
--------------------


তুফান শেষে।

বিপরীত মেরুর টানে তীব্রতা থাকে

আবেগ উল্লম্ফনে প্রেম কতোটুকু!
তুফান শেষে স্থিতধি নদীতে বয়ে চলে দখিনা হাওয়া
 
দ্যাখো তখন তাহার মুখ
-------------------


হন্যতে

মৃত্যুর সাথেসাথেই আমি, আমার আমিত্বের সমাধি -কাঠখোট্টা নাস্তিকতা

অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো
হন্যতে হন্যমানে শরীরে |

আহা ধর্ম ভাবনা কতোই না রোমান্টিক ! দেহ লয় হলেও আত্মায় থেকে যাব আমি





ছুঁয়ে ছুঁয়ে যাবে শুধু

 
সহসাই উড়ে আসে জিরো পয়েন্ট
সদর দরওয়াজা বন্ধ হয়ে যায়
শূন্যতে নাওয়ের বিভীষিকা বুলি -

পেছনের খিড়কি খোলা
লক্ষ্ণণ সেনও তবু পারে না পালাতে
গোলক ধাঁধায় কে ফিরে পায় জরায়ু সাঁতার!

ছুঁয়ে ছুঁয়ে যাবে শুধু উল্টো সময়
পারবে না, পারবে না হায়! ফিরে যেতে!!
-----------------------------------


ঘুলঘুলিতে

মৃতেরা চোখ রেখে ঘুলঘুলিতে দেখে
দুনিয়াদারী পাগলামো-

কাকের বাসায় কোকিলের ডিম
ময়ুরপুচ্ছতে নেচে যায় কাক
ঘুষের টাকায় হাকিমের রায় -
সাতখুন মাফ




Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.