Do
you not hear my words, mighty bird?
Why
do you hide your face?
Why
this farce?
Where
can you hide, my friend?
The
desert, arid, stretches on;
Shadows
erode, die under your feet.
No
mirage softens the horizon,
only
the sky - silent, blue, merciless.
The
hunter forgets the magic deer;
Without
you he has no hope.
Where
will you hide? how long will you run?
The
uncaring sand,
will
no longer hide your steps.
Your
prehistoric childhood friends,
All
gone now,
leaving
you behind,
lonely,
helpless, alone.
You
still sit on the cracked egg!
hoping
for a miracle, still.
But
all your regrets
Will
never make it whole again.
Will
you consume yourself in the end?
in
overwhelming hunger?
How
long can nothingness last?
Listen
to my logic, this once,
become
a pleasure boat now,
in
this sea of sand,
only
you know where the oasis are.
For
you never was that prudent
about
the possible risks.
Let
us start afresh,
in
some secluded forest covered with thorns.
The
sea will be there too,
Sweet
dates, falling to the ground.
I
shall not build an iron cage
Behind
the imaginary vines;
lure
the greedy buyers,
trim
your abundant wings.
With
your feathers strewn on earth
I
will build a comely vane,
I
won’t look for the flying dust
In
the dark moonless nights.
Nor
play the rattle in celebration,
or
let my thoughts mingle
with
senseless greed.
You
are not the lovable songbird either
Nourished
by the traitors, in nineteen twenty nine.
I
know that for this destruction
We
both are equally to blame.
Others
have extorted their dues,
that
debt we have to repay.
The
narcissism nauseates me
can
blindness prevent catastrophes?
don't
avoid me - you will only harm yourself;
You
cannot afford to make mistakes
in
these distressing times.
So
come, let us be allies,
help
each other, serve our selfish needs :
you
take me to the galaxy beyond
while
I hold you fast in the mortal world.
উটপাখি
সুধীন্দ্রনাথ দত্ত
আমার কথা কি শুনতে পাও না তুমি ?
কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে ?
কোথায় লুকোবে ? ধু-ধু করে মরুভূমি ;
ক্ষ'য়ে-ক্ষ'য়ে ছায়া ম'রে গেছে পদতলে |
আজ দিগন্তে মরীচিকাও যে নেই ;
নির্বাক, নীল, নির্মম মহাকাশ |
নিষাদের মন মায়ামৃগে ম'জে নেই ;
তুমি বিনা তার সমুহ সর্বনাশ |
কোথায় পালাবে ? ছুটবে বা আর কত ?
উদাসীন বালি ঢাকবে না পদরেখা |
প্রাকপুরাণিক বাল্যবন্ধু যত
বিগত সবাই, তুমি অসহায় একা ||
ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে ?
মনস্তাপেও লাগবে না ওতে জোড়া |
অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে ?
কেবল শূণ্যে চলবে না আগাগোড়া |
তার চেয়ে আজ আমার যুক্তি মানো,
সিকতাসাগরে সাধের তরণী হও ;
মরুদ্বীপের খবর তুমিই জানো,
তুমি তো কখনো বিপদপ্রাজ্ঞ নও |
নব সংসার পাতি গে আবার, চলো
যে-কোনো নিভৃত কণ্টকাবৃত বনে |
মিলবে সেখানে অনন্ত নোনা জলও,
খসবে খেজুর মাটির আকর্শনে ||
কল্পলতার বেড়ার আড়ালে সেথা
গ'ড়ে তুলবো না লোহার চিড়িয়াখানা ;
ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা
ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা |
ভূমিতে ছড়ালে অকারি পালকগুলি
শ্রমণশোভন বীজন বানাবো তাতে ;
উধাও তাহার উড্ডীন পদধূলি
পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমারাতে |
তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি,
নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে ;
সে-পাড়াজুড়ানো বুলবুলি নও তুমি
বর্গীর ধান খায় সে উনতিরিশে ||
আমি জানি এই ধ্বংসের দায়ভাগে
আমরা দুজনে সমান অংশিদার
অপরে পাওনা আদায় করেছে আগে,
আমাদের 'পরে দেনা শোধবার ভার |
তাই অসহ্য লাগে ও-আত্মরতি |
অন্ধ হ'লে কি প্রলয় বন্ধ থাকে ?
আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি |
ভ্রান্তিবিলাস সাজেনা দুর্বিপাকে |
অতএব এসো আমরা সন্ধি ক'রে
প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি :
তুমি নিয়ে চল আমাকে লোকোত্তরে,
তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি ||