বিষন্নতার সুখ
শুদ্ধ হবো- বন্ধু
...........
শুধুই নিজের প্রয়োজন, আত্ম
প্রতিষ্ঠা, লক্ষ্য আত্মউন্নতি,
দুদন্ড দাঁড়াও
- হে মানুষ!
ভাবো ?
তবে কেন এই দুর্গতি ?
প্রশ্ন কর নিজেকে বন্ধু - কি চাও ?
কিসের পতাকা উড়াও ?
ভালবাসা চেয়েছিলে
- পেলে ভ্রান্তি
সুখস্বপ্ন বুনেছিলে - পাওনি -
চেয়েছিলে আত্মার একটু শান্তি -
ছুতেই পারনি তাকে - হয়েছ শুধু ঋণী ।
মনের জমিনে
উষর মরুভূমি
হৃদয়ে ভরা হতাশার ঝরাপাতা
বেগানার নগ্ন নৃত্য, অনাহারী
চিত্ত
আকন্ঠ তৃষ্ণার্ত, তুমি চাহিদার ভৃত্য।
শিশির শুকিয়েছে সকালে
সূর্য ডুবেছে ওই অকালে
অনিশ্চয়তার কালোমেঘ
সাথী দুঃশ্চিন্তা আর উদ্বেগ।
বড় অভিমানে,ঢেকে
আছে মুখ
আপন, পর কাউকে পারনি দিতে
সুখ
নীলামে করেছ আত্মবিক্রয় - ভেবে দেখো
লজ্জায় ,ঘৃনায় বিবেকের কাছে নতজানু হয়ে থাকো।
এসো বন্ধু, ধর হাত, শক্ত কর মুঠি
জাগো বাহে - ! ধূয়ে মুছে নাও সব গ্লানি
দাবী - নীল আকাশ, শুদ্ধ
পানি, অন্তরে ধুর্ঝুটি
সন্তান সন্তন্তি হৃদয়ে শান্তি,
পূর্বপুরুষের আশির্বাণী।
আমার প্রিয়া
...........
আমার প্রিয়া কাজ করে খোলা মাঠে
শক্ত পাথর ভেঙ্গে, সে পথ কাটে;
আমার প্রিয়া বীজ বোনে ধানক্ষেতে
কাদা মাখা নরম সোহাগী হাতে।
আমার প্রিয়া বিনিদ্র রাত জাগে -
তার মানুষের সুস্থতার দোয়া মাগে
বুকে নিয়ে তারে প্রশান্তি সুখ লাগে
গহীন মনে সঞ্চারী রাগ অনুরাগে।
প্রিয়ার মুখে
নেই চটকি রৌশন
সে মেনে নেয় আর্থিক অনটন
মাখেনা রুজ, পাউডার,
পমেটম
মাথার চুলে জট পাকিয়ে হরদম।
নেই অভাব, নেই অভিযোগ দুঃখ
সোনালী ভোরের উজ্জ্বলতার সুখ
উথাল পাথাল সুধাভরা দিঘী বুক
থাকে সাথে,
সে যতই
ঝঞ্ঝা আসুক।
মহুল নশিলী আদর চাওয়া তনুমন
মুহূর্তটাই অজান্তেই বর্ধিত অনুক্ষণ
বিলিয়ে প্রানভরে সুখসোহাগী যতন
জ্বলে দীয়া, কাঁপে
হিয়া শান্ত তপোবন।
তার চোখের কাজল টানা মায়ায়
বাস করি একান্ত প্রেমের ছায়ায়
জীবন নদীর ভাসমান এক খেয়ায়
'সে আমার' 'আমি তার' - দীনদয়ালের দয়ায়।
বিষন্নতার সুখ
হঠাৎ-ই উড়ে
আসে কখনো বিষন্নতার ধূলো
বিষাদ মলিন মনের পথ, ঝরা
পাতাগুলো
স্বপ্ন জড়িয়েছে - মাকড়সার জালে !
তবুও শিশিরভেজা সকালে -
আশার লাল সূর্য
ওঠে;
ব্যস্ত দিন
ছোটে
ফুল ফোঁটে
অ
লী
ক
সুখ
প্রিয় মুখ
স্বপ্ন সন্ধানে ;
কারণ হৃদয় জানে
ফ্রেমের বাইরে খুঁজে দেখা
মুহূর্তকে মুঠো করে বেঁচে থাকা;
স্বপ্নসুখের বিকল্প জীবন নেই
পৃথিবীতে
আত্মার সন্ধান পাই দোঁহে, আমাতে
তোমাতে।
Mon chue jai lekhoni...:) khub sundor...
ReplyDelete