একটি
টুটোফাটা
ভ্রমণ
সেখানে কুমারী ঘাসদল
কোনো অনুশোচনা নয়, এমনকি নিহত
হুইস্কির লেবেল তুলে নেয়ার পরেও
তোমাকে দেখিনি, দেখেছি অস্বচ্ছ
আকাশ আধখোলা চোখে...
শ্মশানের এপিটাফ, রঙজ্বলা পাকুড়,
জোড়াকবরের দীঘি,
অপেক্ষা করেছি... অদেখা চক্ষুজল
উপন্যাসের ভাজে……..
যীশুর বেদীতে
একজন… বয়ে চলে মৃত্যু
যার নিজের কাঁধেই, আমি
তার কেউ হতে পারিনি,
কেউ জানেনা, রাস্তার পাগলিটা
কেনো গর্ভবতী হলো? উদোম
পথে তার প্রসবদৃশ্য সবাই
কোনো অনুশোচনা নয়, এমনকি নিহত
হুইস্কির লেবেল তুলে নেয়ার পরেও
তোমাকে দেখিনি, দেখেছি অস্বচ্ছ
আকাশ আধখোলা চোখে...
শ্মশানের এপিটাফ, রঙজ্বলা পাকুড়,
জোড়াকবরের দীঘি,
অপেক্ষা করেছি... অদেখা চক্ষুজল
উপন্যাসের ভাজে……..
যীশুর বেদীতে
একজন… বয়ে চলে মৃত্যু
যার নিজের কাঁধেই, আমি
তার কেউ হতে পারিনি,
কেউ জানেনা, রাস্তার পাগলিটা
কেনো গর্ভবতী হলো? উদোম
পথে তার প্রসবদৃশ্য সবাই
মজা
নিয়ে
দেখেছে!
প্রতিবাদ কথা বললেই
প্রতিবাদ কথা বললেই
ধর্মের
তর্জনী, অপবাদ…
আমি তোমাদের কেউ নই,
আমি তোমাদের কেউ নই,
পথ
হেঁটে
যাক,
আমি সাদাকালোর কাছে ফিরবো।
আমি সাদাকালোর কাছে ফিরবো।