অনলে’র শেষ আদ্রতায় , অতসী নাভি মুড়ে – সূর্যে প্রফুল্লে , বর্ণে শিমূলে , কুমারী মেঘে মেঘে স্তুপাকৃত কৃতি’দুপুর। দূরীভূত স্লানিমা’য় সেঁকে নেওয়া চুমুতে চুমুতে , আদ্যপ্রান্তে লালিমায় , নুইয়ে শ্যামলায় , দিগন্তে মিশে মিশে ... সীমানা চুষে চুষে ... চাপল্যে নৈপুণ্যে’র সাঁঝবাতি। নির্জনতার কোমল আঁচে , এই বুঝি কুমারী ছাঁচে , প্রত্যয়ী আগামী ...
এহেন - প্রচ্ছদপট মুড়েই মোচিত একা আমি , একা নদী , একা পাড় – একা’য় বদলে যাওয়া আঁধারে নৈসর্গিক জলাধার। পাড় ভাঙ্গি , পা ভাঙ্গি - দুর্লঙ্ঘ্য আরধ্যে। বিদীর্ণ অবয়বে ঢেউ তোলে বিমূর্ত নদী। তর্পনে ডানা কাটে পঞ্জিভুত স্রোত। নিশুতি অর্ঘ্যে , বপনে প্রজ্বলিত পৌরুষ। নদী জ্বলছে। প্রেমাস্পদে , স্বর্ণসুশোভিত হেমশোভায় ...
নির্মাল্যে - ঢেলে দেওয়া প্রত্যূষে , কুসুম কুসুম আবহে্ এ এক বিশ্বরূপ। বোধনে রবিস্নানে , তটে নীল শিফনে , এক ডুবে শঙ্খিনী নাভি। শিউড়ে উঠি সুড়ঙ্গে। ঋদ্ধ তারুন্যে , বুদবুদে রন্ধে , জলে বাজুবন্দে ; অহ! শরীরের ভেতর হুটোপুটি করে অন্য এক শরীর। স্থাপত্যে , দার টানি উৎসে ...
হর্ষে - উত্তরে জেগে ওঠা অরণ্যে , পূবে অরুণিত বরেণ্যে , পশ্চিমে দুর্জ্ঞেয় গঙ্গা। জুড়িয়ে প্রাণায়ামে , ভূ-গোলে এ যেন মূর্ত প্রাণবায়ু। এ যেন প্রভাতী শিরায় , রাঙা বধুর দুর্মদ উত্তাপ। এ যেন আদরের নৌকায় , চুমুকে চুমুকে ভেজা দহনের বিনীত সন্তাপ।
আলেখ্যে – বালি স্তুপে ভাস্কর্যে, কনায় কণায় অনিবার্যে , রোদনে নাভিঘ্রাণে , নিগূঢ় বিজনে , স্পষ্ট করি কৌমার্য্য। ঢেউয়ে ঢেউয়ে বিভঙ্গে , বিনীত বোধনে গায়ে গায়ে ভরা নদী। অনাবৃত দৈর্ঘ্যে শৌর্য্যডুবি , প্রস্থে বীর্যডুবি , জলে স্থলে ভাস্বতী পারুলে।
- উত্তরবঙ্গ / ভারত -