ইচ্ছে চুড়ি
রাঙ্গা বউ এর চুড়ি গুলো
ভেঙ্গেছিল প্রথমবার
ফুলশয্যার রাতে
তারপর প্রতিদিন প্রতিরাত
সংসার চৌকাঠে
এলোমেলো চুল আর সিঁথির সিঁদুর
চোখের স্বপ্ন সব লেপটে গেল একান্নবর্তী চক্রব্যূহে
কয়লা ঘেঁটে ছাই মেখে সূর্য ওঠা দেখত বৌ
চুল্লির আগুন তাতে আধ সেঁকা যৌবন
রাতের সোহাগের ছাই ছাই আকর্ষণ
মাঝরাতের ঘুম ভাঙা চোখ জানিয়ে দেয়
চুড়ি নয় ... ফুলশয্যার রাতের বাসি ফুল
আর চৌকাঠের ভাঙা কাঁচ হয়ে
আসলে মরে আছে “রাঙ্গা
ইচ্ছে গুলো”
!!
অলীক সুখ
কিছুটা ফেলে আসা সময়,
একটা দমবন্ধ সম্পর্কের
চাপাউতর আরজ
নাকজ করা
অস্থিত্য ,
তবুও নোনা ধরা চার দেওয়াল এর মাঝে
প্রতিধ্বনিত হচ্চে দিন ব্যাপী ক্ষয়
ডাকনাম আর ডাকে না কেউ
পরিবর্তন এর
রুপক
খেলা ভাঙ্গার সুচক
কয়েকটা চিঠি , পাতার
মাঝ খানে
লুকিয়ে রাখা শুকনো গোলাপ
যার কাঁটার রক্তক্ষরণ
কখনো রাধাচূড়ার রঙ
কখন রক্ত টিকা কপালে নিয়ে
বিদ্রোহী কোন দামাল প্রেমিক
আটচালা রোদ ছুঁয়ে যায়
ঘরের কনে মরচে ধরা মন
শব্দ জেরায় জব্দ হওয়া মুখ
শনিবার এর হাফ অফিসের শেষে
ঘাম ভেজা এক দুপুর শেষের
সহবাসের নেশায়
জারিজুরি অজুহাতের নিচে
জংধরা এক মরচে পড়া কোণে
খাবি খেয়ে বেঁচে থাকে
আটপৌরে অলীক সুখ !!
Pain that mourns under the stitches
Tears hidden within the cut
Sorrows keep dwelling within
Words being muted, lips being shut,
I am holding your hand, we are holding the moments together
You don’t speak much, those eyes speak to me
Seems it’s been ages you had that glow on
Behind those eyes darkness prevails,
Not much left here for us, but we still hold on
To the hope of living one more time, spending one more night
together ……We will meet again…at the end of the tunnel
Where there is endless love, where there is light.
Till then I am closing my eyes, I can still hear the chime
You are by my side, reading poem …from by gone days
Forgotten words are mighty hard to rhyme.
[ইন্দ্রাণী
ব্যানার্জি]