নারী না মানবি?
আমি কার?চলছে বিচার তার-
নারী হয়ে জন্মানোর আভিশাপ বয়ে নিয়ে শরীরে
মৃত্যুর আগে ও পরে-
পুতুল খেলা যেন।
শিক্ষক, প্রতিবেশী, রাজনীতির বুড়ো খোকা,
রাষ্ট্রপতি
কারা করবে আমার গতি?
তাদেরও আছে না পরিবার?সন্তান-সম্ভতি?
কি এসে গেল- কি এসে যায়-
যে মোরগটা বড় প্রাসাদে
একটু খাবারের জন্য ঘুরছিল
তাকে নিজেকেই তো খাবার হতে হয়েছিল
তাতে কার কি এসে গেল?
এভাবেই কত আমি, নির্ভয়া, কামদুনি
প্রতিদিন বাড়িতে ও রাস্তায়;
উবের ট্যাক্সিতে পারবোনা চড়তে,
খবর সংগ্রহে গিয়ে হারিয়ে যাব
পরিত্যাক্ত কারখানার অন্ধকারে-
ঘরের বাইরে ইউরিনালে যেতে গিয়ে
হয়ে যাব শ্বাপদের শিকার।
এভাবেই আরো কত পরীক্ষা দিতে দিতে
পার করে দেবো আরো সহস্র বছরঃ
কোনদিন, গায়ে ধরিয়ে দিয়ে আগুন
জ্বালিয়ে দিতে চাইব এই অসহ্য জ্বলুনি।
মানুষ আনন্দে আছে আনন্দে থাক।
অহল্যারা বুকে নিয়ে অভিশাপ
থাক অপেক্ষায় নির্বাক
বাংলায় রাম এসেছিল কিনা জানিনা-
[শর্মিষ্ঠা দাশ]