>

শান্তা বর্মন দাশ

SongSoptok | 5/15/2015 |





মন
একটি সদ্য প্রস্ফুটিতো কুড়ি,
ঘুম ভেঙ্গে, ভোরের প্রাথম আলোয়,
নিজেকে চাইছে মেলে ধরতে|
আধ খোলা ঘুম ঘুম চোখ আর আলসেমিতে
চাইছে চিনতে দুনিয়াটা কে|
দিন যায়|
কুড়ি থেকে আজ সে পূর্ণ গোলাপ,
সাথে তাঁর চোখ ঝলসানো রূপ আর সুবাস|
যা আছে সবার জন্য|
সবাই বলে, “আহা কি সুন্দর! রঙ দেখেছ??”
কেউ বলে কি মিষ্টি গন্ধ!
কিন্তু?
কিন্তু, যা কেউ দেখেনা, বা দেখতে চায়না
এই সবের আড়ালে আছে সুন্দর একটি মন
তাঁর নিজের, একান্ত ভাবে নিজের
অপেক্ষমান আরো একটি মনের….
সূর্য্য ওঠে, সূর্য্য অস্ত যায়..
আচমকা এক দিন……….
আলতো পরশ লাগে,
বলে,  ভালো আছো?
চোখের কোনে জল, মুখে মৃদু হাঁসি,
গোলাপের মন বলে ভালবাসি
যাবে আমার সাথে?
যেতে চাই, তবে?
তবে?
আমায় নিলে যদি হয় অযাচিত আঘাত??
যদি ঘটে রক্তপাত!
ভালবেসে সইলাম না হয়|
তুচ্ছ সেসব|
তুমি থাকবে আমার পাশে চিরটাকাল..
ভালবাসা মানেনা কোনো বাঁধা
ভালবাসা মানেনা কোনো ব্যাবধান
ভালবাসা মানেনা রক্তপাত
মানেনা অশ্রুধারা
ভালবাসায় থাকব নাহয় দুজন
তুমি,আমি সাথে চাঁদনী রাত
[শান্তা বর্মন ]


Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.