>

ঐশী দত্ত

SongSoptok | 5/15/2015 |




মনের গন্ধে

ঘাসের ওপর হাতের তালু
টের পেয়েছে
 অন্ধকারে জোনাক পোকা
সুর চেয়েছে।

জানলা দিয়ে মেঘের বাড়ি
চাঁদ দেখেছে
পৃথিবীতে মন খারাপের
ভয় বেড়েছে ।

হারিয়ে গেছে কথার মেলা
দূর আকাশে
চলার পথে ভাসছে কারা
মন বাতাসে?

লেখার ভিড়ে চোখের জলে
কাঁদছে কবি
মে দিবসে শ্রমের ক্ষোভে
চলছে দাবি ।

 বৃষ্টিপাতে আনাজ ক্ষেতে
 উষার আভা
 রঙের ডানায় মন ছড়িয়ে
 শিশুর ভাবা ।

 পরিস্থিতি পালটে গেলেই
 শহর মৃত
 টকশো চলে কথা দিয়েই
 প্রতিহত ।

জ্বলছে আগুন পড়ছে বরফ
 সবুজ বনে
বাঁচার নেশায় হাঁটছে মানুষ
সময় চিনে।


চলছে জীবন

আশপাশে কেউ নেই,
অথচ শুনতে পেলাম কেউ ডাকছে

দূরে রেখে আসা দুটো
 ভেজা চোখ
ভোলা যাচ্ছে না এখনও।

যা কিছু চিনে নেওয়া,
এই সমস্ত কিছু উড়িয়ে
পিপাসা গড়িয়ে যে স্পন্দন;

আগামীর ভোর-দোরে,
কিছু একটা উদ্দেশ্য করছে
তা হতে পারে বৈশাখী ক্ষুধা ।

শুরু হলো অজ্ঞাত যাত্রা...
আর মন থেকে খ'সে পড়ছে
অনুভূতি,

দায় বলতে এটুকুই ছিল।
এখন পথও হারিয়েছি
 চিনে ফিরে যাওয়াও অসম্ভব
 যা পালানোর রাস্তা ঘিরেও আবর্তিত নয় !

শুধু নিজের কিছু অন্ধকার,
আর সেইসব মুক্তি
সেইসব স্মৃতির ছাল-বাকল;
সবুজ পত্রালিতে না পাওয়া কিছু আলোয়

চলছে জীবন..

যা আর আত্মআদর নয়,
আত্মসচেতনভাবে আত্মোত্‍সর্গের পিপাসায়;

চলছে জীবন..
জীবনও তাই
মৃত্যুর পরেও যেন হয় জন্ম জ্বলজ্বল।


[ঐশী দত্ত]


Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.